অতিরিক্ত ঘেমে গায়ে ঘামের গন্ধ?
অতিরিক্ত ঘেমে গায়ে ঘামের গন্ধ?
গরমে গায়ে উঠেছে ঘামাচি বা র্যাশ?
কিংবা অতিরিক্ত ঘেমে গায়ে ঘামের গন্ধ?
কিংবা অতিরিক্ত ঘেমে গায়ে ঘামের গন্ধ?
এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার গরমে। কিন্তু এই কারণে অনেক বিরক্তিকর সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান রয়েছে। ফেলনা লেবুর খোসা দিয়েই সমস্যার সমাধান করে ফেলতে পারেন আনায়াসে। কীভাবে জানতে চান?
লেবু খাওয়ার পর আমরা লেবুর খোসা ফেলেই দিয়ে থাকি। কিন্তু এরপর থেকে এই কাজটি একেবারেই করবেন না। লেবুর খোসা বরং পানিতে ফুটিয়ে নিন ভালো করে। এরপর এই পানি ঠাণ্ডা হলে ব্যবহার করুন গোসলের কাজে। দেখবেন দেহের ত্বকের ঘামাচি, র্যাশের সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই এবং সেই সাথে গায়ের ঘামের দুর্গন্ধও কমে যাবে।
-
-
**নিয়মিত গোসল করুন, সতেজ ও সুস্থ থাকুন
Comments
Post a Comment